ইউটিউব ব্যবহারকারীদের সরাসরি কেনাকাটা করার সুযোগ দিতে নতুন ফিচার পরীক্ষা করে দেখছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।
জানা গেছে, পৃথিবীর বৃহৎ এ ভিডিও সাইট সম্প্রতি ক্রিয়েটরদের ইউটিউব সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে তাদের ক্লিপে পণ্য ট্যাগ এবং ট্র্যাকের আহ্বান জানানো শুরু করেছে। এরপরে ডেটা অ্যানালেটিকসে লিংকড করা হবে। যেসব পণ্য ভিডিওতে দেখা যাবে, তা ক্রিয়েটররা নিয়ন্ত্রণ করতে পারবেন।
ইউটিউবের একজন মুখপাত্র নতুন ফিচার পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এই ফিচার পরীক্ষা করা হচ্ছে নির্দিষ্ট কয়েকটি চ্যানেলে।
ইউটিউব কর্তৃপক্ষ গুগল মানসম্পন্ন ও জনপ্রিয় ভিডিওগুলোর জন্য নিবন্ধিত ইউটিউবারদের অর্থমূল্যে পুরস্কৃত করে থাকে।
Chife Editor: Md. Sadiqur Rahman Rumen
© All rights reserved