সরকারের বেধে দেওয়া খুচরা পর্যায়ে কেজি ৩০ টাকা দরে বাজারে মিলছে না আলু। ভোক্তা পর্যায়ে সুফল না মেলাতে বাড়ছে হতাশা। খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা। রাজধানীতে পাইকারী বাজারে বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকা।
এদিকে বাজারে আলুর দাম সহনীয় রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজধানীর বিভিন্ন বাজারে তদারকি শুরু করেছে। পণ্যের ক্রয় রশিদ সঙ্গে রাখার জন্যে আহ্বান জানিয়ে ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলেন, অসাধু ও অনৈতিক ব্যবসার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
এ সময় যৌক্তিক মূল্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়। মূল্য নিয়ে কারসাজি না করার জন্যে সতর্কও করা হয় ব্যবসায়ীদের।
Chife Editor: Md. Sadiqur Rahman Rumen
© All rights reserved