প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২০, ৬:০৩ পি.এম
মল্লিক মাহমুদের সাড়া জাগানো কবিতা “সালামের বিনিময়”
কথা ও কাজের শুরুতেই করো সালামের বিনিময়,
যে সালামে আছে শান্তির দোয়া সৌরভ মধুময়।।
সালামের প্রতি হরফের থেকে মোলায়েম প্রেম ঝরে,
সে প্রেমের আলো যায় ছুটে যায় গাঁও থেকে বন্দরে।
ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় মজবুত হয়।।
সালামের চেয়ে নেই কোনো বড় অনুপম উপহার—
যার ছোঁয়া পেয়ে সব অভিমান ভেঙে হয় একাকার!
এ পৃথিবী জুড়ে সালামের সুর বেচাকেনা হয় যদি,
প্রতিটি হৃদয়ে বইবে অপার ফেরদাউসের নদী।
স্বপ্নের বনে হাসবে গোলাপ দিবস-রাত্রিময়।
-মল্লিক মাহমুদ, কবি ও গীতিকার।
Chife Editor: Md. Sadiqur Rahman Rumen
© All rights reserved