আষাঢ়ে বৃষ্টি
লুৎফুর রহমান তারেক
আষাঢ়ের অবিরাম ঝরোঝরো বৃষ্টি
প্রকৃতির প্রাণে এক নবরূপের সৃষ্টি।
দিনভর দেখা নেই দিবাকরের ছবি
ভিন্ন এক আয়োজনে মেতেছে সবি।
সবুজ পত্র- পল্লবে জেগেছে শিহরণ
ঝুমুর ঝুমুর ছন্দে মেতেছে নিঝুম বন।
ঝোপঝাড়ে পাখিদল নিয়েছে আশ্রয়
থরথর গায়ে আনমনে কাটছে সময়।
খেয়াঘাটে মাঝি বসে আছে একা যে
ওপার হতে পার হতে ডাকছে বারে কে।
সাড়া নেই চুপচাপ বসা নায়ের গলে
সময় যাচ্ছে একাধারে ছাতার তলে।
গোয়ালে গরুগুলো সজোরে ডাকছে
বৃষ্টির আওয়াজে কেও তা না শুনছে।
হাঁসেরা দলবেঁধে ভরপুর পুকুর জলে
ডুব সাঁতারে করছে খেলা বৃষ্টির ছলে।
ঝিলের জলে ঝাঁকে ঝাঁকে পানকৌড়ি
এখানে ওখানে করছে সবাই উড়াউড়ি।
জলখেলায় মাতোয়ারা বুঁনোহাসের দল
শিকার ধরতে বকেরা রয়েছে অবিচল।
আঁধারে ঢেকে গেছে পল্লির পথ-প্রান্তর
অচেনা দৃশ্যপট জনজীবন হয়েছে মন্তর।
দিনভর বৃষ্টি জনমনে বাড়ছে দীর্ঘশ্বাস
টইটম্বুর চারপাশ দিচ্ছে বন্যার আভাস।
রচনা: ১৭ ই আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ
১ লা জুলাই ২০২৩ খ্রিঃ
Chife Editor: Md. Sadiqur Rahman Rumen
© All rights reserved