1. info@www.kalomerkarukaj.com : কলমের কারুকাজ :
  2. sadikurrahmanrumen55@gmail.com : Sadiqur Rahman Rumen : Sadiqur Rahman Rumen
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

ব্রিটেনে বাঙালির গর্ব: শাহ্ মোঃ আব্দুল মোহাইমিন কামালী-ডালিম

মোঃ সাদিকুর রহমান রুমেন
  • প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে

একসময় আমাদের পূর্বপুরুষেরা জীবন জীবিকার তাগিদে ব্রিটেনে আসলেও বাংলাদেশী কমিউনিটি ছিল সবদিক থেকে পিছিয়ে৷ ইদানিং উচ্চশিক্ষা, সরকারী চাকুরী, বিচারক, কুটনীতিক থেকে শুরু করে বাঙ্গালীদের পদচারণা সর্বত্র। চারজন ব্রিটিশ বাঙ্গালী এমপি সহ দেশব্যাপী বিভিন্ন কাউন্সিলে রয়েছেন চার শতাধিক বাঙ্গালী কাউন্সিলার। বিশেষ করে তৃতীয় প্রজন্মের ব্রিটিশ বাঙ্গালীরা বেশ অগ্রসর। এবার এই কাতারে যোগ হয়েছেন চতুর্থ প্রজেন্মের ব্রিটিশ বাঙ্গালী, মিক্সড মার্শাল আর্টস (Mixed Martial Arts) (এম.এম) ফাইটার: শাহ আব্দুল মোহাইমিন কামালী (ডালিম)।

সম্প্রতি মানচেষ্টারে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের (Mixed Martial Arts) M M Fight প্রতিযোগীতায় ইংল্যান্ড চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন শাহ আব্দুল মোহাইমিন কামালী। তার ইচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশ নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ান হওয়ার। এখানে উল্লেখ্য যে শাহ আব্দুল মোহাইমিন জন্মের পর যদিও বাংলাদেশ দেখেনি তার পরেও বিজয়ী হয়ে বাংলাদেশের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন “আমি বাঙ্গালী- এই বিজয় বাংলাদেশের”।

কে এই আব্দুল মোহাইমিন কামালী?
কি তার পরিচয়?

শাহ আব্দুল মোহিইমিন কামালীর জন্ম ১৯৯৮ সালে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর ষ্টেপনীগ্রীন এলাকায়। এক বোন এবং তিন ভাইয়ের মধ্যে মোহামিন তৃতীয়। তিনি হ্যালী প্রাইমারী স্কুল থেকে প্রাথমিক এবং ষ্টেপনীগ্রীন মেধস-কম্পিউটিং এন্ড সাইন্স স্কুল এবং কলেজ থেকে কয়েকটি বিষয়ে ষ্টার মার্কসহ জিসিএসই এসই এবং এ-লেভেল সমাপ্ত করে ইউনিভারসিটি অব লন্ডন সিটি থেকে বিএসসি অনার্স ইঞ্জিনিয়ারিং এর উপর ডিগ্রি নেন। বর্তমানে একটি প্রাইভেট কোম্পেনীতে কর্মরত। তার পৈতৃক নিবাস বৃহত্তর সিলেটর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া কামাল শাহ মৌজার খাদিম বাড়ীতে। তাদের পূর্বপুরুষ ৩৬০ আউলিয়ার অন্যতম সঙ্গী হযরত শাহ কামাল (রঃ)। এই পরিবারটি বংশানুক্রমিক ভাবে হযরত শাহ কামাল (রঃ) মাজারের এর খাদিম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার পিতামহ শাহ আব্দুল জব্বার কামালী ছিলেন একজন সাধক পুরুষ এবং সেইসময়কার সরপঞ্জ সহকারী (বর্তমানে এই পদটি ইউপি সদস্য পদমর্যাদার)।

পিতা শাহ আতিকুল হক কামালী একজন শিক্ষক, লেখক ও আবৃত্তিকার এবং একজন সমাজ হিতৈষী মানুষ, তিনি সিলেট থেকে প্রকাশিত সিলেট বিচিত্রার সহকারী সম্পাদক ও লন্ডন থেকে প্রকাশিত ‘যুক্তরাজ্যে সিলেটবাসী’ গ্রন্থের প্রকাশক। মাতা: শাহ লুৎফা বেগম কামালী ইষ্টলন্ডনের বেনজন্সন প্রামারী স্কুলে কর্মরত।
এবং সামরিক হিসাব নিরীক্ষা অফিসের অডিটর Fc Army ও হিসাব নিরীক্ষা অফিসের Superintendent এবং উপজেলা হিসাব রক্ষণ অফিসের প্রধান হিসাব নিরীক্ষক: জগন্নাথপুর উপজেলা-জনাব শাহ আবু তাহের কামালী ও বৃটেনের মাদ্রাসায়ে কাসিমিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শাহ আবু সাঈদ কামালীর ভ্রাতুস্পুত্র তিনি।

বাংলাদেশে এক সম্বর্ধনা সভায়: নিজ পিতার পাশে মাল্যভূষিত: শাহ্ আব্দুল মোহাইমিন কামালী

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং