🌺পল্লিবাংলা সাহিত্য পরিষদের আয়োজনে গ্রন্থ মোড়ক উন্মোচন ও কবি লুৎফর রহমান তারেক এর সংবর্ধনা অনুষ্ঠান🌺
Tamikio L Dooley
-
প্রকাশিত:
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
-
৬০
বার পড়া হয়েছে
(কবি লুৎফর রহমান তারেক এর হাতে সংবর্ধনা স্মারক তুলে দিচ্ছেন বরেণ্য কবি গবেষক: দীনুল ইসলাম বাবুল ও অন্যান্য অতিথিবৃন্দ)
(সংবর্ধনা স্মারক হাতে কবি লুৎফর রহমান তারেক এর সাথে রয়েছেন কবি আবু কওছর ও কবি মোঃ সাদিকুর রহমান রুমেন)
পল্লিবাংলা সাহিত্য পরিষদ বাংলাদেশ, এর সাধারণ সম্পাদক কবি ও সংগঠক Luthfur Rohman Tareq এর ইতালি গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও তাঁর লেখা “আমার লেখা আমার প্রাপ্তি” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
স্থানঃ দাওরাই বাজার, হযরত শাহজালাল (রহ) পাঠাগারের সামনে।
তারিখ: ২৬-১১-২০২৪
আয়োজনেঃ পল্লিবাংলা সাহিত্য পরিষদ, বাংলাদেশ।
বর্ণিত অনুষ্ঠান উপস্থাপনা করেন পেনক্রাফট লিটারারি ম্যাগাজিনের প্রধান সম্পাদক কবি: মোঃ সাদিকুর রহমান রুমেন,
সভাপতিত্ব করেন, কবি আবু কওছর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবিও গবেষক, দীনুল ইসলাম বাবুল,
সংবর্ধিত অতিথি: কবি ও সংগঠক মোঃ লুৎফর রহমান তারেক,
বিশেষ অতিথি অধ্যক্ষ: হারুন-অর রশিদ, গ্লোবাল পোয়েট শিকদার মুহাম্মদ কিবরিয়াহ, বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আয়েশ মিয়া, আবু সাইদ ওয়াজেদ লেবু,
সোহেল আহমদ খান টুনু, ক্বারী নজরুল ইসলাম খান, কবি: আরজু মিয়া, সহ অনেক গণমাণ্য কবি সাহিত্যিক বৃন্দ।
অনুষ্ঠানে কবি লুৎফুর রহমান তারেক এর সাম্প্রতিক সাহিত্য কর্মকাণ্ড ও জীবনাচার সম্পর্কিত আলোচনার পাশাপাশি, মৌলিক সাহিত্য চর্চায় সমাজের কাছে সাহিত্যসেবীদের অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন