"দূরের আকাশে মেঘ" হীরক দ্যুতি ছড়ানো এক কবিতা সম্ভার।
অধ্যাপক মোঃ আহবাব খান
[caption id="attachment_4107" align="alignleft" width="300"] অধ্যাপক মোঃ আহবাব খান[/caption]
কবি মুহিবুর রহমান কিরণ এর পঞ্চম কবিতা প্রয়াস দূরের আকাশে মেঘ। আলোচ্য কবি আমার বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে অধ্যয়ন করেছি। আমাদের মধ্যে নিবিড় বন্ধুত্বের সূচনা তখন থেকেই। কবির প্রতিটি প্রকাশিত গ্রন্থ তিনি আমাকে দিতে ভুলেননি, এজন্য আমি তাঁর কবি প্রতিভার সাথে নিবিড়ভাবে পরিচিত। চলতি বছর প্রকাশিত আলোচ্য গ্রন্থটি মুদ্রণখানা থেকে বের হওয়ার সাথে সাথেই আমার হাতে পৌঁছে, আমি বইটি গভীর মনোযোগ দিয়ে পড়েছি, এবং কবিতাগুলো পাঠের অনুভূতি প্রকাশের তাগিদ অনুভব করছি দীর্ঘদিন যাবত, কিন্তু অসুস্থ শরীর আমাকে সবসময় লিখতে সহায়তা করে না। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও এতদিন লিখতে পারিনি,
শেষমেষ আজ লিখতে বসেছি।
কবিদের হৃদয় প্রকৃতি সাধারণ থেকে বরাবরই আলাদা, যাপিত জীবনের অনেক তুচ্ছতাচ্ছিল্যও কবির কলমের ছোঁয়ায় অসাধারণ হয়ে ওঠে। যা সাধারণ চোখকে ফাঁকি দেয় অনায়াসে, কিন্তু কবির অন্তর্দৃষ্টিকে ফাঁকি দিতে পারেনা। আলোচ্য কাব্যগ্রন্থ এক পরিপক্ক কবি মনের সোনালী ফসল, প্রতিটি কবিতাই প্রেম প্রকৃতি ও হৃদয় অনুরাগের এক মধুর সিম্ফনি, যা আমাকে মুগ্ধ করেছে।
আমার মনে হয়েছে সবকিছু ছাপিয়ে কবি এক চিরায়ত প্রেমিক, দেশপ্রেম প্রকৃতি ও মনুষ্যত্বের, নারী পুরুষের সহজিয়া অনুরাগের এক অপূর্ব সমন্বয়ক তিনি। মনে হয় ছদ্মনামে তিনিই এই সমস্ত কবিতার নায়ক, তথাপি কাব্যিক অনুভূতি সর্বদা সার্বজনীন, যদিও পাঠকভেদে তাঁর প্রতিক্রিয়া ভিন্ন। যখন কোন পাঠক কোন একটি কবিতায় তাঁর নিজস্ব হৃদয়ানুভূতির সাক্ষাত পান, তখন তিনি সহসা পুলকিত হয়ে ওঠেন। কবিতার লেখক কবির সাথে এক নিবিড় গভীর আত্মীয়তা অনুভব করেন। অনায়াসে তাঁর ব্যক্তিগত চিঠি বা জনসমক্ষে আলাপ, আলোচনা সভায় বক্তৃতা ভাষণে, তাঁর পছন্দের কবিতার পংক্তি উদ্ধৃত করেন। এখানেই কবিতার সার্বজনীনতা আর কবির স্বার্থকতা।
[caption id="attachment_7078" align="alignleft" width="300"] কবি: অধ্যাপক মোঃ মুহিবুর রহমান কিরণ[/caption]
আলোচ্য কাব্যগ্রন্থে বিভিন্ন নামীয় বিভিন্ন সাধের কবিতা রয়েছে, যা এক অনির্বচনীয় অনুভূতি আনবে পাঠক মনে। আমি গ্রন্থের দ্বিতীয় কবিতা "প্রজাপতি মন" থেকে উদ্ধৃত করছি আমার পছন্দের পংক্তি: লোভাতুর প্রনয়ের উন্মাদ দীনতায়/ ফলবান বৃক্ষ আজ বানর বসতি/ বনতলে ধ্বনিত শ্বাপদের উল্লাস/ এখানে অন্য বাস অসাধ্য কল্পনা/
বন্ধুবর কবির কলম নিঃসৃত এমন সুন্দর সুন্দর দৃশ্যকল্পে কাব্যগ্রন্থখানা ঠাসা, আমার দৃঢ় বিশ্বাস তাঁর কবি খ্যাতির মুকুটে " দূরের আকাশে মেঘ" কাব্যগ্রন্থ একটি চিরস্থায়ী সোনালী পালক।
আমি বইটির পাঠকপ্রিয়তা, কবির অব্যাহত সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।
আলোচক:
অধ্যাপক মোঃ আহবাব খান
লেখক ও বিশিষ্ট কলামিস্ট,
প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান,
রাজনীতি বিজ্ঞান বিভাগ।
ছাতক সরকারি ডিগ্রি কলেজ, ছাতক, সুনামগঞ্জ।
Chife Editor: Md. Sadiqur Rahman Rumen
© All rights reserved