1. info@www.kalomerkarukaj.com : PENCRAFT : PENCRAFT PENCRAFT
  2. sadikurrahmanrumen55@gmail.com : Sadiqur Rahman Rumen : Sadiqur Rahman Rumen
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

কবি বিজুরী ইসলাম এর দুটি কবিতা

Md. Sadiqur Rahman Rumen
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

বিজুরী ইসলাম

Pencraft

Pencraft

ভালোবাসার অমিয়ধারা 

তুমি ছবি তুমি কবি
তুমি চন্দ্র তুমি রবি।
তুমি সজীব জীবন্ত
পূর্ণ সুফলা বসন্ত।
তুমি ঝরঝরে শ্রাবণ
তুমি খরতাপে প্লাবন।

তোমার বিমুগ্ধ চাহনি
আলোর ঝলকানি।
জাদুতে দুচোখ ভরা
হৃদয় পরান কাড়া।

তুমি সুন্দরের গৌরব
ভালোবাসার সৌরভ।
শূন্যে অমিয় সাহারা
তুমি সুন্দর ঝর্ণাধারা।

গর্জে ওঠো বজ্রকন্ঠে

পৃথিবীর করণীরা বেসামাল ধরায়
ধরণীর উচাটানে আজ বইছে খরায়। জেগে ওঠো শব্দেরা
আজ আর নয় কেবল কবিতার ছন্দ, গর্জে ওঠো বজ্রবেগে
ভেঙে দাও নিঃশব্দ বন্ধ।
নিবীর্য কলম ঘুমিয়ে পড়ে
ক্ষমার বিছানাতে,
নীতিহীন নিঃশব্দতা গায়
ক্ষমতারই গান রাতে।
আলোর নামে জ্বলে কেবল
লোভের বীভৎস মশাল,
মানবতার হাসিতে পড়ে কৃত্রিম বিষাদের জাল।
তবু কেউ কি লিখবে আবার
শব্দে শব্দে লাল?
যে কবিতা গর্জে উঠে
ভাঙবে নিঃশব্দ জঞ্জাল?
এমন বজ্র কলমের মানব চাই
তুমি যেই ধর্মের হও না কেন
তাতে কিবা আসে যায়।
পাণ্ডুলিপির পৃষ্ঠা ছেড়ে
নেমে এসো রাজপথে,
ভেঙ্গে দাও নৈঃশব্দ্যের
কারাগার প্রবল শপথে।

বিজুরি ইসলাম

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ALL RIGHTS RESERVED 
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং