1. info@www.kalomerkarukaj.com : PEN CRAFT :
  2. sadikurrahmanrumen55@gmail.com : Sadiqur Rahman Rumen : Sadiqur Rahman Rumen
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

উসমান ইবনে আব্দুল্লাহ্’র সাড়া জাগানো কবিতা “সমালোচনা”

কবি উসমান ইবনে আব্দুল্লাহ্ 
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৮২৫ বার পড়া হয়েছে
ভাই, তোমরা কেন পরের বিষয়ে সমালোচনা করো?
পরের সমালোচনা করে কেন নিজেরে খাটো করো?
জানি, নিজের ব্যার্থতা ঢাকার তরে পরের গান গাও,
 আপনার কর্মে মজা না পেয়ে পরেরটায় মজা পাও!
                                               
নিজ-রান্নায় স্বাদ নেই তাই পরেরটার নাও স্বাদ,
বিনে পয়সায় গুনগান যখন; তোদের ধন্যবদর!
তোমরা আছো বলেই-তো তারা নিশ্চিন্তে পথ চলে,
তবুও তারা তোমাদের সাথে হাসি দিয়ে কথা বলে!
                                           
দূর্ণাম করে হয়েছো খারাপ! তাদের করেছো মহান,
সমালোচনায় শুধুই বাড়ালে তোমার আত্ম কু-নাম!
কেউ সু-নাম অর্জণ করতে পারেনি কারো দূর্ণাম করে,
 পর-অশান্তি বাড়াতে গিয়ে, অশান্তি ঢুকেছে নিজ-ঘরে!
                               
সমালোচনায় শান্তি নেই-রে, আর নেই আত্ম-প্রশান্তি,
সু-নাম পরের করলে তুমি, তোমার মনে পাবে প্রশান্তি!
সমালোচনায় কারো দূর্ণাম হয়! তোমার ধর্ম বলে,
এসো! ভালো কাজে ব্যাস্ত থাকি, খারাপেরা যাক তলে।।
                                        

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং