1. info@www.kalomerkarukaj.com : কলমের কারুকাজ :
  2. sadikurrahmanrumen55@gmail.com : Sadiqur Rahman Rumen : Sadiqur Rahman Rumen
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন

🌷কবি: মুহিবুর রহমান কিরণ ও মনুষ্য চেতনার রঙ-অধ্যাপক মোঃ আহবাব খান🌷

মোঃ সাদিকুর রহমান রুমেন
  • প্রকাশিত: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

অধ্যাপক, মোঃ আহবাব খান

কবি মুহিবুর রহমান কিরণ ও মনুষ্য চেতনার রঙ

অধ্যাপক মোঃ আহবাব খান

আমার সহপাঠী বন্ধুবর: মুহিবুর রহমান কিরণ রচিত কাব্যগ্রন্থ: ‘সেই সত্য যা রচিবে তুমি’

আমার হস্থগত হবার পর বইটি আগাগোড়া পড়েছি। এবং এখন মাঝে মধ্যে বইটি নাড়াচাড়া করি, কখনো আগের পৃষ্ঠা কখনো শেষের পৃষ্ঠা কখনো মাঝের পৃষ্ঠা উল্টাই। কাব্যগ্রন্থখানার একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য আমাকে এই গ্রন্থ সম্পর্কে কিছু লিখতে উদ্ধুদ্ধ করেছে, এবং কবির পাঠসীমানার বিপুল বিস্তৃতি অমাকে অবাক করেছে!

লেখক বাংলাভাষা ও বিশ্বসাহিত্যের নামজাদা সব কবিদের কবিতার উদ্ধৃতি সামনে রেখে, নিজের কবিতার নামকরণ করেছেন।

এরপর নিজস্ব ঢংয়ে দীর্ঘ নাতি দীর্ঘ কবিতা রচনা করেছেন। সবকটি কবিতা বিশ্লিষ্ট করতে গেলে, আমাকে ভিন্ন আরেকটি গ্রন্থ রচনার দায় স্বীকার করতে হবে। সুতরাং আমি সে পথে না গিয়ে আমার জন্য সহজ সংক্ষিপ্ত আলোচনার পথ বেছে নিলাম।

গ্রন্থভুক্ত আলোচ্য কবিতার শিরোনাম: ‘চেতনার আকাশে মেঘ’ 

বেছে নেওয়া হয়েছে কবি আল্লামা ইকবালের নিম্নরূপ কবিতার উদ্ধৃতাংশ থেকে:

দুর্বার তরঙ্গ এক বলে গেলো তীব্র তীর বেগে

আমি আছি যতক্ষণ আমি গতিমান।

যখনই হারাই গতি, সে মুহূর্তে আমি আর নাই।

আমরা আলোচনায় অগ্রসর হতে একটু পড়ে দেখবো,

গ্রন্থভুক্ত কবিতার আলোচ্য শিরোনামের গর্ভ থেকে কবি মুহিবুর রহমান কিরণ এর কয়েক ছত্রের উদ্ধৃতি!

“এ জীবন-জীবনের স্বাদ কোথাও নেই আর/মনে হয় এ অরণ্য আমার নয় এ ঘর বাড়ি রাস্তা ঘাট ফসলের মাঠ/ আবাল্য পরিচিত চেনা মুখ এরাও কেউ নয়, কিছু নয়/ সূর্যাস্ত সূর্যোদয় মুগ্ধ-রঙ হারিয়েছে আজ/ প্রাণ হারিয়েছে পূর্ণিমা রাত/ মানুষেরা নেই আর, কবিতা লিখিনি বহু দিন/ প্রবৃত্তি কখনো সরল, কখনো অসরল/

উপরোক্ত কবিতাংশে কবি রহস্যময় মনুষ্য চেতনার স্বরূপ উন্মোচন করেছেন পাঠকের সামনে।

যা আমি পূর্বোক্ত কবিতাংশের মাত্র দুটি লাইনের দ্বিরুক্তি ধারা উপস্থাপন করছি:

‘মানুষেরা নেই আর কবিতা লিখিনি বহুদিন/ প্রবৃত্তি কখনো সরল কখনো অসরল/

মানবিক মূল্যবোধের ও চেতনাবোধের আবর্তন বিবর্তনের যে ইতিবৃত্ত তা মাত্র দুটি লাইনেই মীমাংসিত।

বাদবাকি ভাব বিশ্লেষণের দায়, আমি বিদগ্ধ পাঠক ও সুধী মহলের উপর ন্যাস্থ করে আমার আলোচনার সমাপ্তি টানছি।

উপরন্তু বন্ধু কবির এই কাব্যগ্রন্থের পাঠকপ্রিয়তা, বহুল প্রচার, আলোচক সমালোক স্বীকৃতি লাভের আশাবাদ ব্যক্ত করি।

এছাড়া লেখকের সুস্বাস্থ্য, নেক সুদীর্ঘায়ূ ও কাব্যচর্চায় অব্যাহত সাফল্য কামনা করছি।

আলোচক: মোঃ আহবাব খান

উপদেষ্টা: সিলেট মহানগর আওয়ামীলীগ ও

অধ্যাপক (অবঃ) রাজনীতি বিজ্ঞান বিভাগ, ছাতক সরকারী ডিগ্রী কলেজ।

ছাতক, সুনামগঞ্জ, বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং