কবি:প্রিয়াংকা নিয়োগী
কবিতা: নিজের জন্য
নিজের জন্য স্বপ্ন গাঁথি,
কোনো এক নতুন নজির গড়তে,
ধুলো পথের ধুলো গায়ে মেখে,
উপচে পড়া উৎসাহ নিয়ে,
খেয়া পারাপার লক্ষ্যে,
জীবনের গাঁথা স্বাদে,
তালবাহানায় ভরপুর চলে,
কিরণের উজালা মনে বিকিরণ দেয়।
মনের পোক্ততা শক্ততার জীবনের গাঁথা,
ইচ্ছের শেকলে গেঁথে,
নিজের জন্য তৈরী পথে,
এগোতে চলে সবকিছু।
কবি:প্রিয়াংকা নিয়োগী
কোচবিহার,ভারত।