ঝুমা রায়-ঝুমি
বসন্ত
ফুলেদের সৌরভে বসন্ত মাখামাখি
কিছু রঙ আমার আমিত্বেও সাজিয়ে রাখি
আমি রঙে আঁকি ফাগুন নীল,লাল বসন্ত
ভাবনার উজানে রঙীন স্বপ্ন
শূন্য আকাশে শূন্যতার ডাকাডাকি
আমি সবুজ আঁকি , অরণ্যের
গোপনে সবুজে পালকে মন ঢাকি।
ফাগুন আঁকি, গোধূলি সাজাই
ফুলেদের সৌরভে বসন্ত মাখামাখি।
কবি: ঝুমা রায়-ঝুমি
ঝাড়খণ্ড ভারত।