1. info@www.kalomerkarukaj.com : কলমের কারুকাজ :
  2. sadikurrahmanrumen55@gmail.com : Sadiqur Rahman Rumen : Sadiqur Rahman Rumen
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

🎻গীতিকবিতা: আজব গাড়ি✍️রুনা লায়লা🎻

Tamikio L Dooley
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

রুনা লায়লা

আজব গাড়ি

 

জলের ফোঁটায় গড়ো বিধি আজব এক গাড়ি

সেই গাড়িতে চলে হরদম কোন সেই কান্ডারী।।

 

ফুড়ুৎ ফুড়ুৎ আসে যায় সে ধরার উপায় নাই

আসা- যাওয়ার টিকেট কাটা থাকার বুদ্ধি নাই।।

কার ইশারায় চলে এমন দুই চাক্কার গাড়ি।

 

কোটি কোটি হাওয়ার গাড়ি একমিলে সব নাই

পার্স বদলানো ভীষণ কঠিন মিলানো যে দায়।।

চাবি ছাড়া অটোই চলে হরেক রঙের গাড়ি।

 

গাড়ির মালিক বড়ই দয়াল ধরে না সহজে

কলের গাড়ি বড়ই বোকা নাই যে হুশ মগজে।

যখন তথন পড়বে সিগনাল মালিক নিলে আড়ি।।

কবি: রুনা লায়লা

রুনা লায়লা। তিনি একজন কবি,গীতিকার, ছড়াকার ও সম্পাদক। জন্ম : ৩০ শে ডিসেম্বর ১৯৮৭ ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার উত্তর নও পাড়া গ্রামে। পিতা: মোঃ আবুল কাশেম, মাতা : আনোয়ারা বেগম। সরকারি তিতুমীর কলেজ, ঢাকা থেকে (প্রাণিবিদ্যা বিভাগে) বি এস সি ও এম এস সি ডিগ্রী লাভ করেছেন। শেখ ফজিলাতুন্নেছা কলেজ থেকে বি এড করেন। তিনি শহরে বড় হয়ে উঠলেও তার প্রকৃতি ও মাটির প্রতি রয়েছে বিশেষ টান।ছোটবেলা হতেই তিনি সাহিত্যচর্চা খুব ভালোবাসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং